সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদ-হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কে ঢাকা থেকে রংপুরগামী আর.এস.পরিবহনে দুর্ধষ ডাকাতি হয়েছে। ডাকাতদল কোচের সবাইকে জিম্মী করে নগদ অর্থ সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ডাকাতদের হামলায় গুরুতর আহত কোচের চালক মোঃ জসিম উদ্দিন (২৮)-কে পুলিশ শনিবার ভোরে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। সে জয়দেপুর জেলার গাজিপুর উপজেলার বসুগাঁ গ্রামের আব্দুল মালেকের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার ঢাকা থেকে রংপুরগামী কোচটি বঙ্গবন্ধু সেতু পার হবার পর রাত ১২টার দিকে পশ্চিম পাড়ের সয়দাবাদে পৌঁছলে কোচে থাকা যাত্রীবেশী ডাকাতদল সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতরা চালককে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে। ডাকাতদল কোচটি পরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর সিএনজি গ্যাস পাম্পের কাছে নিয়ে যায়। এ সময় চালক চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসে। অবস’ার বেগতিক দেখে ডাকাতদল পালিয়ে যায়। পরে পুলিশ এসে সবাইকে উদ্ধার করে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ডাকাতির বিষয়টি স্বীকার করে শনিবার দুপুর আড়াইটার দিকে জানান, পুলিশ চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। কিন’ বাদী না পাওয়ায় এখনও থানায় মামলা হয়নি।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …