7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় উদ্বেগজনকহারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা

নওগাঁয় উদ্বেগজনকহারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা

এনবিএন ডেক্স:  নওগাঁর বিভিন্ন উপজেলার গ্রাম-গঞ্জের হাট-বাজার এবং পাড়া-মহল্লায় হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এসব মাদকের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, গাঁজা, হেরোইন ও দেশী-বিদেশী মদ। হাতের কাছে ওইসব মাদকদ্রব্য পাওয়ার ফলে স্কুল-কলেজের শিড়্গার্থীসহ যুবসমাজ সহজেই মাদকাসক্তিতে আসক্ত হয়ে পড়ছে। মাদকাসক্ত সনত্মানদের নিয়ে এসব পরিবারের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে আইনশৃঙ্খলা পরিসি’তির ওপর। বেশিরভাগ অপরাধমূলক কর্মকান্ড- মাদক আক্রানত্মদের দ্বারাই সংঘটিত হচ্ছে বলে র‌্যাব-৫ এর ঊর্ধ্বতন কর্মকর্তা বিকর্ণ কুমার চৌধুরী জানান। পুলিশ ও র‌্যাবের অভিযানসহ ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকার পরও মাদক ব্যবসায়ীরা বেপরোয়াভাবেই তাদের কার্যক্রম চালাচ্ছে। তিনি আরো জানান, গত ২১ সেপ্টেম্বর র‌্যাব-৫ অভিযান চালিয়ে সদরের বুলবুল সিনেমা হলের সামনে থেকে ইয়াবা ট্যাবলেটসহ ইমরান ও আলাউদ্দিন নামের দুই যুবককে গ্রেপ্তার করে। এরা দুজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে র‌্যাব জানায়। ভ্রাম্যমাণ আদালত গত ২৮ সেপ্টেম্বর আনোয়ার হোসেন নামের এক গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের কারাদ- দেয়। একের পর এক অভিযান চালিয়ে ও মাদক নিয়ন্ত্রনে আসছে না বলে সচেতনদের অভিমত। এর কারন উৎঘাটনে অভিভাবক মহলদের অভিযোগ পুলিশ ওইসব বড় বড় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে মাসোহারার বিনিময়ে তাদেরকে ছাড় দিচ্ছে এবং ছোট ছোট সেবনকারী ও ফরিয়া ব্যবসায়ীদের আটক করেছে।#

আরও পড়ুন...

নওগাঁর মান্দায় মসজিদের জমি জবর দখলের অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণের …