7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / কচা নদীর অব্যাহত ভাঙ্গনে পাল্টে যাচ্ছে জিয়ানগরের মানচিত্র শত শত একর জমি নদী গর্ভে বিলীন

কচা নদীর অব্যাহত ভাঙ্গনে পাল্টে যাচ্ছে জিয়ানগরের মানচিত্র শত শত একর জমি নদী গর্ভে বিলীন

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে সর্বনাশা কঁচা নদীর অব্যাহত ভাঙ্গনে শত শত একর জমি নদী গর্ভে বিলীন হয়ে পাল্টে যাচ্ছে উপজেলার মানচিত্র। ভাঙ্গন কবলিত নদীর তীরবর্তী বাসিন্দারা ঘর বাড়ী ফসলী জমি হারিয়ে একেবারে নিঃশ্ব হয়ে অনেকে আবাসনে আবার অনেকে বেড়ী বাঁধের উপর আশ্রয় নিয়েছে। ভাঙ্গন কবলিত এলাকা বাসী জানান গত ২ বছর ধরে উপজেলার কঁচা নদীর ইন্দুরকানী, কালাইয়া গ্রামের নদী তীরবর্তী এলাকার ভাঙ্গন কিছুটা কমলেও বর্তমানে ভাঙ্গনের তীব্রতা বেড়েই চলছে। প্রতিদিন বিঘায় বিঘায় জমি নদীতে দেবে যাচ্ছে। গৃহহারা হচ্ছে অনেকেই। কচা নদীর র্তীরবর্তী কালাইয়া গ্রামের গিয়ে দেখা যায়, কচা নদীর ভাঙ্গনে ঐ গ্রামের সাজাহান খানের বাড়ী হইতে বোর্ড স্কুল পযনর্- ৫ কিলোমিটারের মধ্যে শত শত লোকের বসত বাড়ী, ফসলী জমি প্রতিদিন নদীতে বিলীন হয়ে যাচ্ছে। গত এক সপ্তাহের মধ্যে ঐ গ্রামের চিত্র পাল্টে গেছে। ঐ গ্রামের রবীন শীল ও নির্মল শীলের ৫ বিঘা, মজিবর চোকিদারের ৫ বিঘা, টিপু হালদারের ৫ বিঘা, পেমা হালদারের সব টুকু জমি, কামাল হাওলাদারের ১০ বিঘা, স্বপন বেপারী, জাকির হোসেন, রব মেম্বার ও হালিম মাষ্টারের ফসলী জমি নদীতে বিলীন হয়ে গেছে। একই গ্রামের চিত্ত রঞ্জন কুলু’র সমস- জমি টুকু কচা নদীতে কেড়ে নিয়েছে। তিনি সব কিছু হারিয়ে স্ত্রী ও তিন ছেলে মেয়ে নিয়ে নদীর কিনারায় ঝুপড়ি ঘরে ঝড় বৃষ্টি ও নদী ভাঙ্গনের মধ্যে ঝূকি নিয়ে জীবন যাপন করছে। ঐ গ্রামের আইউব আলী আক্ষেপ করে বলেন, মোর হগল রাক্ষুসে কচা নদীতে লইয়াগেছে, অহন মুই বদলা দিয়া খাই। রবীন শীল জানান সব টুকু জমি কচা নদীতে বিলীন হয়েছে। শুধু ঘর টুকু আছে তাও যে  কোন সময় নদীতে দেবে যেতে পারে। এভাবে কালাইয়া বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়টিও রয়েছে ভাঙ্গনের মুখে। এছাড়া ইন্দুরকানী, টগড়া, সাঈদখালী, খোলপটুয়া, চন্ডিপুর গ্রামের বাসিন্দারা কঁচা নদীর অব্যাহত ভাঙ্গনে দিশাহারা হয়ে পড়ছে। এ এলাকায় পানি উন্নয় বোর্ড নদী ভাঙ্গন রোধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহন না করায় বেড়ে চলছে ভাঙ্গন। কালাইয়া গ্রামের ইউপি সদস্য মাওলানা আঃ হান্নান শিকদার জানান, কঁচা নদীর ভাঙ্গনে এলাকার ব্যাপক ক্ষতি হচ্ছে। ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা নেয়া দরকার। পত্তাশী ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন তালুকদার জানান, নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য পাইলিংয়ের ব্যবস্থা সহ অন্নান্য পদক্ষেপ গ্রহন করা জরুরী। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহ প্রকৌশলী সাইদুর রহমান জানান নদী ভাঙ্গন রোধে আপদত কোন বরাদ্দ নাই। বরাদ্দ দিলে ব্যাবস্থা নেয়া যাবে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …