1 Joishtho 1431 বঙ্গাব্দ বুধবার ১৫ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পূজায় নতুন কাফুর পড়তে পারমু

পূজায় নতুন কাফুর পড়তে পারমু

পিরোজপুর প্রতিনিধি: শহরের মুক্তারকাঠী গ্রামের উত্তরণ যুব সমাজকল্যাণ সংস্থারর উদ্যোগে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে নতুন শাড়ী পেয়ে “পূজোয় নতুন কাপড় পড়তে পারব” বলে মনত্মব্য করেন মনিকা চক্রবর্ত্তী। পূজা উপলক্ষ্যে নতুন কাপড় কেনার সামর্থ ছিলনা তার স্বামীর। নতুন কাপড় পেয়ে সে খুব খুশি। উত্তোরণ সংস’ার সদস্যদের নিজস্ব অর্থায়নে দূর্গোৎসব উপলক্ষ্যে গত সোমবার বিকেলে প্রায় শতাধিক মহিলার মাঝে শাড়ী-কাপড় বিতরণ করা হয়। এসময় উপসি’ত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউল আহসান টিপু সরদার, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন সরদার, সাংস্কৃতিক সম্পাদক অমর কৃষ্ণ মজুমদার। বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি খোকন হালদার ও উপদেষ্টা পংকজ দাস। এসময় অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর সরদার, পাঠাগার সম্পাদক ও সাংবাদিক মাহ্‌ফুজ আহমাদ। সংস্থাটি প্রতিষ্ঠার পর গত ২ বছর যাবৎ ঈদ-কোরবানী, পূজা ও শীত উপলক্ষ্যে গরীব ও দুঃস’দের মাঝে বস্ত্র বিতরণসহ এলাকার অসহায় যুবক, মেধাবী ছাত্রদের আর্থিক সাহায্য করে আসছে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …