8 Srabon 1432 বঙ্গাব্দ বুধবার ২৩ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁ মহাদেবপুরে দেবরপুর বেকার যুব উন্নয়ন সমবায় সমিতি কর্তৃক ৫ হাজার বৃক্ষ রোপন

নওগাঁ মহাদেবপুরে দেবরপুর বেকার যুব উন্নয়ন সমবায় সমিতি কর্তৃক ৫ হাজার বৃক্ষ রোপন

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে গতকাল সকালে এনায়েতপুর ইউপির দেবরপুর বেকার যুব উন্নয়ন সমবায় সমিতির যুবকেরা ৫ হাজার ফলজ, বনজ ওষুধি বৃক্ষের চারা রোপন করলেন। এই বৃক্ষের চারা রোপনের উদ্ধোধন করলেন গনমানুষের নেতা সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান। বৃক্ষের চারাগুলো রোপন করা হয় পীরগঞ্জ খাড়ীর পূর্ব গোসাইপুর পুরাতন ব্রীজ হতে দেবরপুর উত্তর শেষ সিমানা পর্যন্ত উভয় খাড়ীর দু’পাশ দিয়ে। বৃক্ষ রোপনের কাজে নিয়োজিত ছিলেন সংগঠনের সভাপতি হবিবর রহমান, সাধারন সম্পাদক ওমর ফারুক সহ সকল সদস্যগন।

আরও পড়ুন...

শষ্য ভান্ডার খ্যাত আত্রাইয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

এনবিএন ডেক্সঃ উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল ‘সোনালী আঁশ’ …