এনবিএন ডেক্স: নওগাঁর রাণীনগরে বাংলা চোলাই মদ সহ আবারো ২ জনকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার রাত অনুমান ৮টায় আবাদপুকুর -আদমদীঘি স্ট্যান্ডে নাম্বার বিহীন একটি মোটরসাইকেল তল্লাশি করে নাটোরের সিংড়া উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে রাসেদ(২০) ও একই এলাকার কালীগঞ্জ বাজারের নরেন্দ্র নাথের ছেলে গৌতুম (২৩) কে ১ লিটার বাংলা চোলাই মদ সহ আটক করেন এস আই ছামছুর ও এ এস আই কাজী হুমায়ন কবির। আটককৃতদের গতকাল রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে গত ২৭ সেপটেম্বর একই এলাকার ভেটি নামক স্থান থেকে আদমদিঘী উপজেলার সিংগাহার গ্রামের আজাদুল (৩৩) কে বাংলা চোলাই মদ সহ আটক করেন এ এস আই কাজী হুমায়ন কবির।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …