22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / RAB এর সাথে বন্ধুক যুদ্বে নিহত জিয়ানগরে জলদস্যু বেলায়েতের লাশ তিন দিন পর তার গ্রামের বাড়ীতে।

RAB এর সাথে বন্ধুক যুদ্বে নিহত জিয়ানগরে জলদস্যু বেলায়েতের লাশ তিন দিন পর তার গ্রামের বাড়ীতে।

পিরোজপুর প্রতিনিধি: বঙ্গপসাগরের জলদস্যু রাজু বাহিনীর অন্যতম নেতা জিয়ানগরের বাসিন্দা বেলায়েত হোসেন নিখোজ হওয়ার তিন মাস পর গত বুধবার দুপুরে পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জে র‌্যাবের সাথে ঘন্টা ব্যাপি বন্ধুক যুদ্ধে চার জলদস্যু নিহত হয়। এর মধ্যে অন্যতম পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার টগড়া গ্রামের মৃত্যু সিরাজউদ্দিনের ৩য় ছেলে বেলায়েত হোসেন (৩৫)। বন্ধুক যুদ্ধে নিহতের পর শরনখোলা থানা থেকে বেলায়েতের পরিবারকে খবর দিলে শুক্রবার রাতে বেলায়েতের ভাইরা তার লাশ বাগেরহাট হাসপাতালে শনাক্ত করার পর লাশ ময়না তদনে-র শেষে তার নিজ বাড়ীতে নিয়ে আসে। শনিবার সকালে তার লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। বেলায়েতের বড় ভাই জাহাঙ্গির জানান তিন মাস আগে আমার ভাইকে জিয়ানগর ব্রীজের নিচ থেকে একটি সাদা গাড়ীতে সাদা পোশাক ধারী ৪/৫ জন লোক তুলে নিয়ে যায়।অবশেষে বন্দুক যুদ্ধে নিহত হওয়ার পর আমার ভাইয়ের লাশ ফিরে পেলাম।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …