23 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / স্বরূপকাঠিতে গাজা রাখা ও সেবনের দায়ে ৮ জনকে জেল জরিমানা

স্বরূপকাঠিতে গাজা রাখা ও সেবনের দায়ে ৮ জনকে জেল জরিমানা

পিরোজপুর প্রতিনিধি: স্বরূপকাঠিতে গাজা রাখা ও সেবনের দায়ে ৮ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত আব্দুল হক (৩৮) পিতা শফিউদ্দিন পূর্ব সোহাগদলকে গাজা রাখার দায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের জেল দেন। এছাড়া গাজা সেবনের দায়ে জগন্নাথকাঠি গ্রামের বেলাল হোসেন (৩৮), শহিদুল ইসলাম (৩৫), মুহিদুল ইসলাম (৪২), রিপন (৩২), সোহাগদল গ্রামের তহিদুল ইসলাম (৩৫) আকলমের মুশফিকুর রহমান(৪৫), নৌকার মাঝি ইলুহার গ্রামের মোতালেবকে (৪০) ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। উলেখিত ব্যাক্তিরা শুক্রবার রাতে সারেংকাঠি ইউনিয়নের নাওয়ারা খালের মোহনায় মোতারেব মাঝির নৌকায় বসে একত্রে গাজা সেবন করছিল। এলাকাবাসী ঘটনা দেখে পুলিশে ফেনকরলেএ এস আই কুষ্ণ লালের নেতৃত্বে পুলিশ ঘটনা স’লে গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় তাদের ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়ে আদালত ওই সাজা দেন।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …