পিরোজর প্রতিনিধি: মঠবাড়িয়ায় হিন্দু সমপ্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার প্রতিমা বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। শিল্পীরা এখন রংতুলি দিয়ে প্রতিমায় রং করা সহ পুজামন্ডপ গুলোর সাজসজ্জার কাজ নিয়ে ব্যস- সময় কাটাচ্ছেন। পুজাকে সামনে রেখে মঠবাড়িয়ার হিন্দু সমপ্রদায়ের মধ্যে বইতে শুরু করছে আনন্দের বন্যা। জানাযায়, এ বছর পৌর শহর ও উপজেলার ১১ ইউনিয়নে ৭৩ টি পুজামন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। শানি- পূর্নভাবে দুর্গা উৎসব পালনের লক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে স’ানীয় উপজেলা পরিষদ মিলনায়াতনে এক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় আইন শৃংখলা রক্ষা বাহীনির সদস্য, আনসার ভিডিপি কর্মকর্তা, পূজা উৎযাপন কমিটি নেতৃবৃন্দু উপসি’ত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান শারদীয় দুর্গা উৎসব পালনের লক্ষে সরকারী ৩৩ মেট্টিক টন চাউল বরাদ্দ পাওয়া গেছে । তিনি আরও জানান নির্বিগ্নে উৎসব পালনের লক্ষে মন্ডপে সার্বক্ষনিক পুলিশ ও আনসার ভিডিপি সদস্য মোতায়ন এবং র্যাবের একটি দল টহলে থাকবে। উপজেলা পুজা উদর্যাপন কমিটির সভাপতি ডাঃ গোকুল চন্দ্র সাহা জানান, প্রতি বছরের ন্যায় এ বছর ও শানি- পূর্নভাবে দুর্গা উৎসব পালনের জন্য ৭৩ টি পূজা মন্ডপের ব্যাপক সাজসজ্জা ইতমধ্যে শেষ হয়েছে। এ ছাড়া হিন্দুদের বড় ধর্মী অনুষ্ঠান উপলক্ষে মঠবাড়িয়া উপজেলার ভিবিন্ন শপিং মলগুলো রংবে রংঙ্গে সাজানো হয়েছে। পৌর শহরের বিপনী বিতন গুলোতে কর্মকর্তাদের ভির লক্ষ করা যাচ্ছে।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …