24 Chaitro 1431 বঙ্গাব্দ সোমবার ৭ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / মঠবাড়িয়ায় আমনক্ষেতে মাজরা পোকার আক্রমন

মঠবাড়িয়ায় আমনক্ষেতে মাজরা পোকার আক্রমন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় রোপা আমান ক্ষেতে ব্যাপক আকারে মাজরা পোকার আক্রমন দেখা দিয়েছে। পোকায় আক্রান্ত ক্ষেতের চারার মাইজ পাতা কেটে পোকায় সাবাড় করে দিচ্ছে। ফলে এলাকার কৃষকরা দিশাহারা হয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায় চলতি আমন মৌসুমে সদ্য রোপণকৃত আমন ক্ষেতে হঠাৎ করে মাজরা পোকার আক্রমন দেখা দেয়। সরকারী ভাবে ৪শ একর রোপা আমন ক্ষেত মাজরা পোকায় আক্রান- দেখানো হলেও স’ানীয় কৃষকদের দেয়া তথ্য মতে আক্রান- ক্ষেতের পরিমাণ প্রায় চার গুন বলে জানাগেছে। এমনিতেই এ এলাকার কৃষকরা চলতি বছর বীজ সংকটের কারনে চড়ামূল্যে চার ক্রয় করে। কৃষকরা ক্ষেতে বীজ রোপণ করতে বিলম্ব হয়। তার উপর আবার মাজরা পোকার আক্রমনের কারনে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের কৃষক মোঃ শাহজাহান মিয়া জানান বীজ সংকটের কারনে ধারদেনা করে বিভিন্ন এলাকা থেকে চড়া মূল্যে বীজ কিনে ক্ষেতে লাগানোর পর হঠাৎ করে মাজরা পোকায় ক্ষেত সাবার করে দেয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছে। উপজেল কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শহিদুল্লাহ ৪শ একর আমন ক্ষেত মাজরা পোকায় আক্রানে-র কথা স্বীকার করে বলেন ইতমোধ্য প্রতিটি ব্লকে চাষীদের নিয়ে উঠোন বৈঠক, আক্রান- ক্ষেতে ডালপোতা ও আলোর ফাঁদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং মাজরা পোকা নিধনে আক্রান্ত ক্ষেতে চাষীদের রাইসান, ট্রাপ, সানট্রাপ ও ভির্তেগা জাতীয় কীটনাশক ছিটাতে বলা হয়েছে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …