22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদ্‌পুর থেকে ১০০ গ্রাম হেরাইন ও ৫০ পুরিয়া গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদ্‌পুর থেকে ১০০ গ্রাম হেরাইন ও ৫০ পুরিয়া গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় পুলিশ অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও ৫০ পুরিয়া গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এরা হলো-সদর উপজেলার মাহমুদপুর মহল্লার মৃত নুর ইসলামের ছেলে আব্দুল করিম, উল্লাপাড়া উপজেলার ঝিকিরাপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে খোকন ও একই গ্রামের জুড়ান প্রামানিকের ছেলে শেখ ফরিদ।
পুলিশ জানান, আজ দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মাদক ব্যবসায়ী আব্দুল করিমের বাড়িতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় করিমের ঘর থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে করিম সহ আরো ২ জনকে আটক করা হয়। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল করিমের স্ত্রীকেও আটক করা হয়েছে। আটককৃতদের নামে উল্লাপাড়া ও সদর থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …