19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সড়ক দূর্ঘটনা / নওগাঁর মহাদেবপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে দৈনিক ভোরের কাগজের মহাদেবপুর প্রতিনিধি গৌতুম কুমার মহন্তের ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলার কঞ্জবন আত্রাই সিনেমা হলের সামনে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, উপজেলার কঞ্জবন গ্রামের মৃত গনেশ চন্দ্রের পুত্র অসিত চন্দ্র (২৬) তার নিজ গুড়া-ভূষির দোকান থেকে সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। ঘটনাস’লে পৌছা মাত্র পোরশা থেকে নওগাঁ গ্রামী একটি যাত্রীবাহী বাস (যার নং সিলেট-জ-০৪-০০৬২) তাকে চাপা দিলে ঘটনাস’লেই তার মৃত্যু হয়। চালক ও হেলপার পালিয়ে গেলেও জনতা বাসটি আটক করে থানাপুলিশে সোপর্দ্দ করে। এব্যাপারে মৃতের মা রাধিকা মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।#

আরও পড়ুন...

নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …