সিরাজগঞ্জ প্রতিনিধি: আওয়ামীলীগের সিনিয়র নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- ’৭১-র ঘাতক জামায়াত ইসলামী হচ্ছে বিএনপি’র নিযামক শক্তি, খালেদা জিয়া জামায়াতের কর্মকান্ডে উজ্জীবিত হয়ে আন্দালনের হুমকি দিচ্ছেন। স্পেটম্বরের মধ্যে সরকারের পতনের কথা বলেছেন। তাদের এ হুমকি- ধমকিতে আওয়ামীলীগ ভয় করে না। তিনি শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি শানি-র দেশে পরিণত হয়েছে উল্লেখ করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- বাংলাদেশের মানুষের শানি- থাকলেও শানি- নেই শুধু বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার। তাঁর দুর্নীতিবাজ দুই সন্তান নিয়ে তিনি অশানি-তে আছেন। তাঁর মনে আরো অশানি-, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে,দেশে জঙ্গীবাদ দমন হযেছে, বিচ্ছিন্নতাবাদের ঘাটি উৎখাত হয়েছে। তিনি (বেগম জিয়া)ক্ষমতায় থাকলে বাংলাদেশ হতো জঙ্গীবাদ- বিচ্ছিন্নতাবাদীদের ঘাটি। হয়তো এমনও হতো বিন লাদেন পাকিস্তানের কোয়েটা শহরে নয়- বাংলাদেশের ঢাকায় ধরা পড়তো। সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন- মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি ও অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। সভার শুরুতেই দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান সূচনা বক্তব্য দেন।সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় সভায় বলেছেন সকল মান অভিমান ভুলে গিয়ে যে কোন চক্রান- ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করতে হবে।। তা না হলে বিএনপি -জামায়াত আবার ক্ষমতায় এলে দেমের পরিসি’তি ভয়াবহ করে তুলবে।
Lv‡j`v wRqv Rvgvqv‡Zi Kg©Kv‡Û
D¾xweZ n‡q Av›`vj‡bi ûgwK w`‡”Qb
————-wmivRM‡Ä †gvnv¤§` bvwmg
wmivRMÄ cÖwZwbwa: AvIqvgxjx‡Mi wmwbqi †bZv mv‡eK ¯^ivóªgš¿x †gvnv¤§` bvwmg e‡j‡Qb- Õ71-i NvZK RvgvqvZ Bmjvgx n‡”Q weGbwcÕi wbhvgK kw³, Lv‡j`v wRqv Rvgvqv‡Zi Kg©Kv‡Û D¾xweZ n‡q Av›`vj‡bi ûgwK w`‡”Qb| ‡m‡&Þ¤^‡ii g‡a¨ miKv‡ii cZ‡bi K_v e‡j‡Qb| Zv‡`i G ûgwK- agwK‡Z AvIqvgxjxM fq K‡i bv| wZwb ïµevi we‡K‡j wmivRMÄ †Rjv AvIqvgxjx‡Mi Kvh©wbe©vnx KwgwUi mfvq cÖavb AwZw_i e³‡e¨ G K_v e‡jb| e½eÜz Kb¨v †kL nvwmbvi †bZ…‡Z¡ `w¶Y-c~e© Gwkqvi g‡a¨ evsjv‡`k GKwU kvwš—i †`‡k cwiYZ n‡q‡Q D‡jL K‡i mv‡eK GB ¯^ivóªgš¿x e‡j‡Qb- evsjv‡`‡ki gvby‡li kvwš— _vK‡jI kvwš— †bB ïay we‡ivax`jxq †bÎx †eMg Lv‡j`v wRqvi| Zvui `yb©xwZevR `yB mš—vb wb‡q wZwb Akvwš—‡Z Av‡Qb| Zvui g‡b Av‡iv Akvwš—, e½eÜz Kb¨v †kL nvwmbvi †bZ…‡Z¡,†`‡k R½xev` `gb n‡h‡Q, wew”QbœZvev‡`i NvwU DrLvZ n‡q‡Q| wZwb (†eMg wRqv)¶gZvq _vK‡j evsjv‡`k n‡Zv R½wxev`- wew”QbœZvev`x‡`i NvwU| nq‡Zv GgbI n‡Zv web jv‡`b cvwK¯—v‡bi †Kv‡qUv kn‡i bq- evsjv‡`‡ki XvKvq aiv co‡Zv| wmivRMÄ †Rjv AvIqvgxjxM Kvh©vj‡q AbywôZ G mfvq mfvcwZZ¡ K‡ib `‡ji fvicÖvß mfvcwZ †gv¯—vwdRyi ingvb| mfvq we‡kl AwZw_ wn‡m‡e Dcw¯’Z wQ‡jb- grm¨ I cÖvwY m¤ú` gš¿x Avãyj jwZd wek¦vm Ggwc I Aa¨vcK Wv. nvwe‡e wgjvZ gybœv| mfvi ïi“‡ZB `‡ji mvaviY m¤úv`K A¨vW‡fv‡KU †KGg †nv‡mb Avjx nvmvb m~Pbv e³e¨ †`b|mv‡eK GB ¯^ivóªgš¿x `jxq mfvq e‡j‡Qb mKj gvb Awfgvb fy‡j wM‡q †h †Kvb Pµvš— loh‡š¿i wei“‡× HK¨e× n‡q `j‡K msMwVZ Ki‡Z n‡e|| Zv bv n‡j weGbwc –RvgvqvZ Avevi ¶gZvq G‡j †`‡gi cwiw¯’wZ fqven K‡i Zzj‡e|