21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / বিনোদন / নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসা নূরে মদীনার আযোজনে প্রতিভার সন্ধানে এক ইসলামী সংগীতানুষ্ঠান

নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসা নূরে মদীনার আযোজনে প্রতিভার সন্ধানে এক ইসলামী সংগীতানুষ্ঠান

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে গতকাল শুক্রবার বিকেল ৩টায় মাদ্রাসা নূরে মদীনার উদ্যোগে প্রতিভার সন্ধানে এক ইসলামী সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষীপুর মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মাদ্রাসা নূরে মদিনার প্রতিষ্ঠাতা পরিচালক, মদীনা শিল্পী গোষ্ঠীর সভাপতি বাসষ্ঠ্যান্ড বায়তুন নূরে জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মুফতি নাছির বিন আজগর তৈয়্যব অনুষ্ঠান পরিচালনা করেন।সভাপতি। বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন হরিপুর মাদ্রাসার মোহতামিম আল্লামা শিব্বির আহম্মেদ, কৃঞ্চপুর মাদ্রাসার মোহতামিম আল্লামা ওয়াজেদ আলী, দক্ষিন হোসেনপুর মাদ্রাসার মোহতামিম আল্লামা মাও আব্দুস সালাম, রাইগাঁ মাদ্রাসার মোহতামিম আল্লামা নজরুল ইসলাম। বিশিষ্ঠ কথা সাহিত্যিক ক্বারী আব্দুল মান্নান সংগীতানুষ্ঠান পরিচালনা করেন। উপজেলার ১৩টি কওমী মাদ্রাসার ছাত্ররা অংশ গ্রহন করে। এছাড়া অংশ গ্রহন কারীদের সকলের হাতে পুস্কার তুলে দেয়া হয়।#

আরও পড়ুন...

নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!

এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …