এনবিএন ডেক্স: নওগাঁর পোরশায় ১লিটার পেট্রোল তেলের দাম এখন ৯০ টাকা। অসহায় হয়ে পড়েছেন পেট্রোল চালিত যানবাহন মালিকরা। জানা গেছে সরকার তেলের দাম পূন নির্ধারনের পর থেকে কিছু অসৎ তেল ব্যাবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে ইচ্ছে মত দাম আদায় করছে। এ উপজেলায় একটি মাত্র তেল পাম্প থাকায় উপজেলার বিভিন্ন মোড়ের খুচরা তেল ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মত দাম আদায় করে ছাড়ছে। উপজেলার কয়েকজন মটরসাইকেল ব্যাবহারকারী অভিযোগ করলে এ প্রতিবেদক তা খতিয়ে দেখার জন্য গতকাল বুধবার দুপুরে উপজেলার সারাইগাছী মোড়ের খুচরা তেল ব্যাবসায়ী নাসিরের দোকানে তেল কিনতে যান। প্রতিবেদক ২লিটার পেট্রোল চাইলে দোকান মালিক নাসির নিজে মটরসাইকেলে তেল দেন। এবং দাম দেয়ার জন্য ৫শ টাকার নোট দিলে তিনি ১৮০টাকা কেটে নিয়ে বাকি টাকা ফেরত দেন। এত দাম কেন জানতে চাইলে তিনি বলেন এখন সরকার দাম বেড়ে দিয়েছে। তাছাড়া তেল পাওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। তাই তিনি প্রতি লিটার পেট্রোলের দাম ৯০টাকা করে নিচ্ছেন। অথচ সরকার পেট্রোল তেলের দাম পূননির্ধারন করে লিটারে ৮১টাকা করেছেন। সরকারের নিধারিত দামকে তোয়াক্কা না করে এসব অসৎ ব্যাবসায়ীরা তাদের ইচ্ছে মত দাম আদায় করছে। অপর দিকে একই দিনে সারাইগাছী তেল পাম্পে গেলে তেল নেই বলে পাম্প কতৃপক্ষ জানান। কেন তেল নেই জানতে চাইলে তারা বলেন তেল পাওয়া যাচ্ছে না, তাই। #
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …