এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাট পৌরসভায় মুক্তিযোদ্ধা কোটায় চাকুরী পাওয়ার দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। গত ২৭ সেপ্টেম্বর বেলা ১২ টায় ধামইরহাট প্রেসক্লাবে লুৎফর রহমান তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা কোটায় বিষয়টি উলেস্নখ করা হয় নাই। এর ফলে মুক্তিযোদ্ধার সনত্মানের নিয়োগ থেকে বঞ্চিত হবে। এ ব্যাপারে পুথক ২টি অভিযোগ নওগাঁ জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর দাখিল করেন বলে মুক্তিযোদ্ধা লুৎফর রহমান জানান। মুক্তিযাদ্ধা কোটাসহ ১২ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংরড়্গনের দাবীতে একমত পোষন করেন। এ ব্যাপারে ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমানের নিকট মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, “অবশ্যই সরকারী বিধি-বিধান অনুসরন করা হবে, এবং প্রকাশিত বিজ্ঞপ্তিতে শর্তাবলীর ৮নং অনুচ্ছেদে তা উলেস্নখ্য আছে।” সম্মেলনে মুক্তিযোদ্ধাগণ উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং নিয়োগড়্গেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাসত্মবায়নের সু-ব্যবস্থা দাবী করেন।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …