1 Joishtho 1431 বঙ্গাব্দ বুধবার ১৫ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে জাটকা নিয়ে যত কথা

জিয়ানগরে জাটকা নিয়ে যত কথা

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে জাটকা সংরক্ষনে এক অভিনব কৌশল অবলম্বন করেছেন উপজেলা জাটকা সংরক্ষন কমিটির সভাপতি ইউএনও কাজী তোফায়েল হোসেন। উপজেলা কচা ও বলেশ্বর নদীতে জেলেরা অবাধে জাটকা শিকার করছে। নদীতে অভিযানের সংখ্যা কমিয়ে ইউএনও এবং উপজেলা মৎস্য কর্মকর্তা বিভিন্ন হাট বাজার ও ফেরীঘাটে পাইকারদের ঝুড়ীথেকে জাটকা আটক করে বস্তা ভরে উপজেলায় নিয়ে যায় পরে সেই জাটকা এতিম খানা ও দুস’দের মাঝে বিতরন করেন। কিন’ এলাকায় ইউএনওর জাটকা আটক নিয়ে বিভিন্ন ব্যাক্তি নানা কথা বলছে। কেহ কেহ বলছে জাটকা নিয়ে কর্মকর্তারা ভাগ করে খাচ্ছে। এবিষয় ইউএনও কাজী তোফয়েল হোসেন জানান জাটকা আটক করায় বিভিন্ন কথা উঠতে পারে কিন’ আমি এতিম খানা ও দুস’দের মাঝে আটককৃত জাটকা বিতরন করে দেই। উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস-ফা জানান  আমরা জাটকা বিক্রেতাদের জরিমানা করি ও আটককৃত জাটকা দুস’দের মাঝে বিতরন করি।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …