26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জে RAB-১২ এর অভিযানে ৩০৪ বোতল ফেনসিডিল সহ কোচের হেলপার-সুপারভাইজার গ্রেফতার

সিরাজগঞ্জে RAB-১২ এর অভিযানে ৩০৪ বোতল ফেনসিডিল সহ কোচের হেলপার-সুপারভাইজার গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ৩০৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ কোচের হেলপার ও সুপারভাইজার কে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এরা হলো দিনাজপুরের ঘোরাঘাটের ভুলাটিপুর গ্রামের এনামুল হক (৩৮) ও কুড়িগ্রামের কৃষ্ণপুর গ্রামের শুকুর আলী(৩৫)। র‌্যাব জানায়,দিনাজপুর থেকে ঢাকা গামী আনিছ পরিবহনের একটি যাত্রী বাহী কোচে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১২ সদস্যরা কোচের পিছনের সিটের নিচে থাকা ৩০৪ বোতল ফেনসিডিল উদ্ধার ও পাচার কাজে সম্পৃক্ত হেলপার ও সুপারভাইজারকে আটক করে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …