22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলে নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা জমজমাট

সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলে নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা জমজমাট

সিরাজগঞ্জ প্রতিনিধি: উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে হেরোইন, ফেনসিডিল ও ইয়াবাসহ মরণ নেশা মাদকদ্রব্যের ব্যবসা এখন জমজমাট। সড়ক মহাসড়ক পথে প্রায় অবাধে নিষিদ্ধ ঘোষিত এসব নেশা সামগ্রী সরবরাহ করছে প্রভাবশালী সংঘবদ্ধ চক্র। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে এসব নেশা জাতীয় সামগ্রী। একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের সীমান-বর্তী জেলাগুলোর চোরাই পথ দিয়ে সংঘবদ্ধ চোরাচালানীরা বিশেষ কৌশলে হেরোইন, ফেনসিডিল ও ইয়াবাসহ মরণ নেশা বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করছে সড়ক মহাসড়ক ও রেলপথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। এ  অঞ্চলের ১৬ জেলার বিভিন্ন স্থানে। এ ব্যবসায় বিক্রয় প্রতিনিধি হিসেবে স্কুল ও কলেজের কিছুছাত্রী ও একশ্রেণীর বেকার যুবকেরা জড়িত। তারা কমিশনের ভিত্তিতে এসব নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছে এবং যৌন উত্তেজক ট্যাবলেট এখন গ্রাম অঞ্চলেও বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ থানার নিকটবর্তী মহল্লার একটি বাসভবনে তল্লাশি চালিয়ে বেশ কিছু ইয়াবাসহ এক তরুণীকে গ্রেফতার করে। এ অঞ্চলের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে প্রায় এক মাসে ৪২ জন নারীসহ ২৮২ জনকে গ্রেফতার ও ১৩ হাজার ফেনসিডিল ইয়াবা ও হেরোইনের পুড়িয়া উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে। অনেকে বলছেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা কিছুটা হ্রাস পেলেও ইদানিং এ ব্যবসা প্রায় অবাধে চলছে। সবচেয়ে বেশী এ ব্যবসা চলছে বৃহত্তর পাবনা, নওগাঁ, রাজশাহী, জয়পুরহাট, নীলফামারী, রংপুর ও বগুড়া জেলার বিভিন্ন স্থানে। অবশ্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন এ অঞ্চলের স্কুল ও কলেজের কিছুছাত্রী ও একশ্রেণীর বেকার যুবকেরা আর্থিক সঙ্কটে এই মরণ নেশা ব্যবসায় জড়িয়ে পড়েছে। এ মরণ নেশার কবলে পড়ে যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে এবং অপরাধ প্রবণতাও বাড়ছে। এসব মরণ নেশার প্রতিরোধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …