সিরাজগঞ্জ প্রতিনিধি: স্ত্রী হত্যা মামলার যাবত জীবন সাজাপ্রাপ্ত দুধর্ষ আসামী আমুদ আলীকে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ গাজীপুরের কালিয়াকৌর নামক এলাকা থেকে আটক করেছে।
শাহজাদপুর সার্কেল এএসপি আবু ইউসুফ জানান, শাহজাদপুর থানায় ১৯৯৯ সালে স্ত্রী হত্যার দায়ে চৌহলী উপজেলার খাস বাউলিয়া এলাকার মাজেদ আলী উরফে দুলাই ব্যাপারীর পুত্র আমুদ আলী (৪৩)’র নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। শাহজাদপুর থানায় যার মামলা নং ১৯(২৬/০৪/১৯৯৯)। দীর্ঘদিন মামলা চলার পর আদালত আমুদ আলীকে যাবতযীবন সাজা প্রদান করেন। তার পর থেকেই সে পলাতক রয়েছে। রবিরার ভোর সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর কালিয়াকৌর নামক এলাকা থেকে দুধষর্ আসামী আমুদ আলীকে আটক করে। পুলিশ আরো জানায়, আমুদ আলীর নামে শাহজাদপুর থানায় ১টি হত্যা ও ২টি ডাকাতিসহ মোট ৪ টি মামলা রয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
এনবিএন ডেক্সঃ নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ …