সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ইমান আলী নামের এক জেলের মৃত্যূ হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে চলনবিলের ৮নং ব্রীজ এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামকুড়িয়া গ্রামের জেকাত আলীর ছেলে ইমান আলী বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হয়। পরে তার সহযোগী জেলেরা অনেক খোঁজাখুঁজির পর বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …