23 Boishakh 1432 বঙ্গাব্দ বুধবার ৭ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় পূর্ব শত্রুতার জের ধরে মারপিট শ্বশুর-জামায় আহত

নওগাঁয় পূর্ব শত্রুতার জের ধরে মারপিট শ্বশুর-জামায় আহত

এনবিএন ডেক্স:  নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে শ্বশুর-জামায়কে বেদম পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় বখাটেরা। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সকালে উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামে। এব্যাপারে মহাদেবপুর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। জানা যায়, একটি তালগাছ কাটাকে কেন্দ্র করে হরিশ চন্দ্রপুর গ্রামের মৃত খুদু মন্ডলের পুত্র মোসলেম আদালতে মামলা দায়ের করেন। কেন মামলা দায়ের করা হল এ অপরাধেম একই গ্রামের বখাটে আশরাফের পুত্র আরিফ, আলমগীর, মৃত মহিরের পুত্র আক্কাস, আজাদ, আমজাদ, আফজাল, সাহাজুল, মৃত সামির আলীর পুত্র মানিক ও মানিকের পুত্র হারুন সহ আরো ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল হাতে

লাঠি সোটা নিয়ে মোসলেম (৬০) ও তার জামাই মৃত আলিম উদ্দীনের পুত্র সামসুদ্দিনকে (৪৫) বেদম মারপিট করে। এতে তারা ঘটনাস্থলেই গুরুতর আহত হলে গ্রামবাসীরা সাথে সাথে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত ডাক্তার মোসলেমের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করে দেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।#

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …