এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সেনেটারি ইন্সপেক্টরের নিকট অসহায় হয়ে পড়েছেন স্থানীয় হোটেল ব্যবসায়ীসহ দই-মিষ্টি, মুদিখানা ও তেল দোকানীরা। সেনেটারি ইন্সপেক্টরের বিরম্নদ্ধে লাগামহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন ওইসব ব্যবসায়ী। এসব ব্যবসায়ী জানান, সেনেটারি ইন্সপেক্টর অরম্নণ চন্দ্র মন্ডল তাদের কাছ থেকে মাসিক ভিত্তিতে অথবা এককালীন মোটা অংকের অর্থ দাবী করেন। তার এ দাবী যেসব ব্যবসায়ী পূরণ করেন নি তাদেরকে তিনি নানাভাবে হয়রানী ও নাযেহাল করে চলেছেন। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সংশিস্নষ্ট ব্যবসায়ীরা। সদরের কয়েকজন হোটেল ব্যবসায়ী জানান, দাবীকৃত অর্থ না দেয়ায় সেনেটারি ইন্সপেক্টর ড়্গোভে মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে হয়রানী করছেন। খাদ্যদ্রব্যের মান যাচাইয়ে সময় ব্যয় না করে সেনেটারি কর্মকর্তা বিভিন্ন ব্যবসায়ীর নিকট অর্থ আদায়ে ছুটে বেড়ান বলে অভিযোগে জানানো হয়। ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় এবং হয়রানী ব্যাপারে ওই কর্মকর্তার সাথে কথা বলা হলে তিনি এসবের কোন সদুত্তোর দিতে পারেন নি। #