পিরোজপুর প্রতিনিধি: ভাণ্ডারিয়া উপজেলা বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জের আওতায় প্রায় ৪শ টেলিফোন লাইনের মধ্যে প্রায় দেড় শতাধীক লাইন গত ১ সেপ্টেম্বর থেকে বিকল হয়ে গেছে। যে গুলো চালু আছে তাও অনেক সময় বন্ধ হয়ে যায় , কথা শোনা যায় না এধরণের শব্দ হয়। এব্যপারে সংশ্লিষ্ট গ্রাহকরা স্থানীয় অফিসে বারবার অভিযোগ দেয়া সত্ত্বেও কোন ফল হয়নি। বিকল টেলিফোনগুলোর মধ্যে উপজেলা প্রশাসনের বেশকিছু গুরুত্বপূর্ন টেলিফোন সংযোগ রয়েছে। এ ব্যাপারে পিরোজপুরের পিরোজপুরের সহকারী প্রকৌশলী জহিরুল আলম জানান, আন্ডার গ্রাউন্ড ক্যাবেল লাইনে পানি প্রবেশ করে সংযোগগুলো ধীরে ধীরে বিকল হয়ে যায়। স্থানীয় ভাবে মেরামতের চেষ্টা করেও সচল করা যায়নি। তবে লাইন গুলো সচল করতে শুক্রবার আবারও চেষ্টা চালানো হবে।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …