22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / দলিলের শুনানী করেন অফিস সহকারী মহাদেবপুর সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে দলিল রেজিষ্ট্রি না করার অভিযোগ

দলিলের শুনানী করেন অফিস সহকারী মহাদেবপুর সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে দলিল রেজিষ্ট্রি না করার অভিযোগ

এনবিএন ডেক্স:   নওগাঁর মহাদেবপুর সাব রেজিষ্ট্রার বিপুল কুমার সরকারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ করা হয়েছে। বুধবার উপজেলা সদরের আব্দুল বারী সরদার একটি জমির দলিল রেজিষ্ট্রি করতে গেলে তিনি তা রেজিষ্ট্রি করতে অস্বীকার করেন। স্থানীয়রা এর কারণ জানতে চেয়ে তাকে ঘেরাও করলে তিনি দুপুরেই খাবারের নাম করে অফিস ছেড়ে পালিয়ে যান। ফলে শতাধীক দলীল রেজিষ্ট্রি আর হয়নি। তার বিরুদ্ধে আরো অভিযোগ করা হয়েছে প্রায়ই তিনি অফিসে অনুপস্থিত থাকেন। একটি গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি মহাদেবপুরে অবস্থান না করে রাজশাহীতে সস্ত্রীক বসবাস করেন। ষ্টেশন ত্যাগ করার জন্য তিনি উর্ধতন কর্তৃপক্ষের কোন অনুমতি নেয়ার প্রয়োজন মনে করেন না। দীর্ঘ ৮০ কিলোমিটার পথ পারি দিয়ে রাজশাহী থেকে মহাদেবপুর আসতে প্রায়ই তিনি সকাল ৯ টার পরিবর্তে দুপুরে অফিসে উপস্থিত হন। তার অনুপস্থিতিতে তার একজন অফিস সহকারী রেজিষ্ট্রি করার জন্য আনা দলিলের শুনানী গ্রহণ করেন বলেও অভিযোগ করা হয়েছে। সাব রেজিষ্ট্রার দেরী করে অফিসে এসে তরিঘরি করে তার কেরাণীর শুনানী করা দলিলগুলো রেজিষ্ট্রি করেন। এতে অনেক দলিলেই অনিয়ম থেকে যায়। বুধবার সকালে উপজেলা সদরের মৃত আইয়ুব আলীর পুত্র আব্দুল বারী সরদার দোহালী মৌজার ১৬ শতক জমি দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের পুত্র আব্দুর রশিদের নিকট থেকে কিনে তা রেজিষ্ট্রি করার জন্য দাখিল করেন। সাব রেজিষ্ট্রারের অফিস সহকারী আহসান আলী তার শুনানী করতে অস্বীকার করেন। তিনি জানান যে, একজন দলিল লেখক কনক হোসেন একটি লিখিত অভিযোগ দেন যে, দক্ষিণ হোসেনপুর গ্রামের আজাহার আলী ঐ জমি কিনতে চেয়েছিলেন। তাই তিনি আব্দুল বারী সরদারের নামে দলিলটি রেজিষ্ট্রি করা থেকে বিরত থাকার দাবী জানান। আব্দুল বারী সরদার জানান, তিনি এক সপ্তাহ আগে ৫০ হাজার টাকায় জমিটির বায়নানামা রেজিষ্ট্রি করেন। কথিত অভিযোগকারী আজাহার আলী জানান, তার কোন অভিযোগ নাই জন্য তিনি আব্দুল বারীর দলিলে সনাক্তকারী হয়েছেন। সুতরাং দলিল লেখক কনক ভূল তথ্য দিয়ে অভিযোগ দাখিল করেছেন। এ নিয়ে উভয়পক্ষে উত্তেজনার সৃষ্টি হলে শতাধিক দলিল রেজিষ্ট্রি কার্যক্রম বন্ধ থাকে। দুপুর ২ টার দিকে সাব রেজিষ্ট্রার অফিসে উপস্থিত হলে কয়েকস্থ মানুষ তার অফিসে ভীর জমান। সাব রেজিষ্ট্রারও ঐ দলিল রেজিষ্ট্রি করতে অস্বীকার করেন। তিনি জানান, বিষয়টি মীমাংসার পর তা রেজিষ্ট্রি করা হবে। এজন্য তিনি ৩/৪ দিন অপেক্ষা করার পরামর্শ দেন। দলিল লেখক কনকের দেয়া অভিযোগ ভূয়া প্রমানিত হবার পরেও কেন দলিলটি রেজিষ্ট্রি করা হবেনা তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি। জনতার চাপের মুখে দুপুর আড়াইটায় তিনি দুপুরের খাবারের অযুহাতে অফিস থেকে পালিয়ে যান। ফলে বিভিন্ন এলাকা থেকে কয়েকস্থ নারী পুরুষ সারাদিন অপেক্ষা করেও তাদের দলিল রেজিষ্ট্রি করতে না পেরে হয়রান হয়ে ফিরে যান। আব্দুল বারী সরদার জানান, একটি চক্র তার কাছ থেকে মোটা অংকের চাঁদা নেয়ার পায়তারা করার জন্যই মিথ্যা অযুহাত তুলে তার দলিল রেজিষ্ট্রি বন্ধ করে দেয়। এবিষয়ে মহাদেবপুর সাব রেজিষ্ট্রারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …