পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগররে আসন্ন দূর্গাপুজাকে কেন্দ্র করে উপজেলা সকল মন্ডপে মহাসমরহে প্রতিমা তৈরীর কাজ চলছে। এ উপজেলায় ২২টি মন্ডপে হিন্দু ধর্মালম্বীরা শারদীয় দুর্গাৎসব পালনের জন্য প্রতিমা নির্মান সহ তাদের মন্ডব চত্তরে সাজসজ্জার কাজ চলছে। দেখা যায় উপজেলার সবচেয়ে বড় পুজা মন্ডপ রামচন্দ্রপুর স্বর্বজনীন দূর্গা মন্দিরে প্রতিমা মাটির কাজ প্রায় শেষ হয়েছে। তার দুই এক দিনের মধ্যে রংএর কাজ শুরুকরবে বলে পুজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক সমির রঞ্জন হালদার জানান। তবে এ বছর এ এলাকায় ধান ভাল না হওয়া এলাকাবসির মধ্যে উৎসাহ একটু কম। জিয়ানগর পুজা উৎযাপন কমিটির সভাপতি বাবু সুনিল কৃষ্ণ মজুমদার জানান পুজা উৎযাপনের জন্য গত বছরের তুলনায় এ বছর খরচ বেশি হওয়া সরকারের বাড়তি বরাদ্দ দাবি করছেন তিনি।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …