23 Boishakh 1432 বঙ্গাব্দ বুধবার ৭ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ভিআইপি সড়ক খানাখন্দ ভরা: ঘটছে নিত্য দুর্ঘটনা

নওগাঁর ভিআইপি সড়ক খানাখন্দ ভরা: ঘটছে নিত্য দুর্ঘটনা

এনবিএন ডেক্স: নওগাঁ শহরের প্রধান ভি আইপি সড়কে অসংখ্য খানা খন্দে পড়ে নিত্য দুর্ঘটনার শিকার হচেছ শহর বাসী । গত ১০ বছর ধরে সংস্কার না হওয়ায়  সামান্য বৃষ্টিতে হাটু কাদায় পরিনত হওয়া সড়কটি শহরবাসীর দুর্ভোগের কারন হয়ে দাড়িয়েছে।নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে জেলা প্রশাসকের বাস ভবন হয়ে ব্রীজ রোড পর্যনত্ম আড়াই কিলোমিটার ভি আইপি নামে পরিচিত সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়ে গত ৫ বছর আগে। এ সড়কের এক পাশে রয়েছে জেলা গার্লস স্কুল, জেলা পরিষদ এবং আসত্মান মোল্লা নামের একটি কলেজ । জেলা পরিষদ ডাক বাংলোর সামনে ১০ থেকে ১৫ ফিট কয়েকটি বড় ডোবা তৈরি হয়েছে । এসব ডোবায় হাটু পানি জমে সৃষ্টি হয়েছে নোংরা জলা বদ্ধতা । বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দা এ প্রতিবেদকে জানান গত ৫ বছর থেকে খানা খন্দকের মধ্য যাতায়াত করে আসছে জেলার ভি আইপি সব ব্যাক্তিরা । এর মধ্য রয়েছে খোদ জেলা প্রশাসক । সড়কটি সংস্কারে  মাঝে মধ্য ইটের সুরকি ফেলে বড় গর্ত গুলো ভরাট করা হলেও গত কদিনের ভারী বর্ষনে এখানে ৪ থেকে ৫ ফিট গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমে সড়কের উপর জলাবদ্ধতার আকার ধারন করেছে। অথচ এ সড়ক দিয়ে বাস ভবনে যেতে হচেছ  জেলা প্রশাসক , পুলিশ সুপার ও জেলা দায়রা জজ কে।স্কুল গামী কয়েক জন শিক্ষার্থী জানায় সড়কের উপর জমে থাকা নোংরা পানি তাদের গায়ে ছিটকে পড়ে নষ্ট করছে কাপর। এর ফলে শিক্ষকরা অনেক সময় ছাত্র ছাত্রীদের পোশাক পরির্বতন করে আসতে বলে । এছাড়া নওগাঁ বাটার মোড়ের সামনে ও পার-নওগাঁ ঢাকা বাসষ্টান্ডে খানাখন্দকে পথচারি সহ যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এবিষয়ে নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি জানান, শহরের এরুপ রাসত্মার সংখ্যা অনেক কিনত্ম প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এ মুহুর্তে কিছু করা যাচেছ না । শহর বাসীর দাবী দ্রত সড়কটি সংস্কার করে দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসবে প্রশাসন ।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …