এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে দেয়াল চাপায় ১ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার বিকেল ৪ টায় পৌর সদরস্থ ৬নং ওয়ার্ডবাসী মিষ্টির দোকানদার বয়েন উদ্দিন বয়নার পিতা মোঃ বছির উদ্দিন (৭৮) এর দেয়াল চাপায় তাৎক্ষনিত মৃত্যু ঘটে এবং এ সময় গুরুত্বর আহত হন বয়েন উদ্দিন (৫০), মিস্ত্রি নুরুজ্জামান (৪৫)। প্রতিবেশী সূত্রে জানা গেছে, বয়েন উদ্দিন তার বাড়ীর ইটের প্রাচীর নির্মান করাকালীন গত ১৮ সেপ্টেম্বর রাতে ভূমিকম্পের ফলে দেয়ালে ফাটল ধরেছিল। যার ফলে নির্মানাধীন দেয়ালটি ভেঙ্গে পড়ে এই আকস্মিক মৃত্যু ঘটে। আহতরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্ব্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …