এনবিএন ডেক্স : সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের সুরক্ষা, তথ্য অধিকার আইন এবং সহযোগীতা সম্পর্কীত স্থানীয় সরকার ও জন প্রতিনিধিদের নিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউপির হল রুমে ২দিন ব্যাপি এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এনজিও এসিডির উদ্যোগে ২ব্যাপি কর্মশালার উদ্ধোধন করেন উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান শেখ শাআলম ফয়সাল। বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আককাস আলী, এডির প্রোগ্রাম ম্যানেজার এইসানুল আমীন ইমন, রাবেয়া খাতুন, প্রোগ্রাম অফিসার আহসানউল্লাহ, আবুল কালাম আজাদ প্রমূখ। কর্মশালায় অংশ গ্রহন করেন উত্তরগ্রাম ইউপির সদস্য-সদস্যাগন, কাজী, শিক্ষক ও সাংবাদিক।
Home / সারাদেশ / মহাদেবপুরে স্থানীয় সরকার ও জন প্রতিনিধিদের নিয়ে এসিডির ২দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …