সিরাজগঞ্জ প্রতিনিধি : স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসি। ঘটনাটি ঘটেছে পৌর এলাকার একডালা মধ্যপাড়া গ্রামে। আটককৃত স্বামী আলমগীর হোসেন একজন রিক্সাচালক ও নেশাখোর। পুলিশ শনিবার রাত ১০টার দিকে রিক্সা চালকের বাড়ি থেকে তার স্ত্রী ইয়াদা খাতুনের (২৮)’র লাশ উদ্ধার করে সদর থানায় রেখেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহিদ আলম এলাকাবাসির বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের কারনে আলমগীর প্রায়ই তার স্ত্রীকে নির্যাতন করতো। শনিবার রাতে নেশার জন্য সে স্ত্রীর কাছে টাকা চাওয়াকে কেন্দ্র দু’জনার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে স্ত্রী প্রতিবাদ করলে তাকে বেদম প্রহার করে। পরে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যেতে ধরে। ঘটনাস’লেই স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বিষয়টি এলাকাবাসি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস’লে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের বাবা পাশ্ববর্তী গয়লা গ্রামের সফর আলী সদর থানায় একটি হত্যা মামলা করেছে। আগামীকাল (রোববার) সকালে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে তিনি আরো জানান।
আরও পড়ুন...
নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত
নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …