এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে শুক্রবার সহকারী কর্মিশনার(ভূমি) ও ওসির হস্তক্ষেপে সালমা (১৪) নামের এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করা হয়। এলাকাবাসীর মোবাইল ফোনের সংবাদে সহকারী কর্মিশনার(ভূমি) মোঃ হেমায়েত উদ্দীন ও ওসি মাহমুদুল আলম উপজেলার চেরাগপুর ইউপির চৌমাসিয়া গ্রামের সাদেক আলীর নবম শ্রেণীর স্কুল পড়ুয়া কন্যার বিবাহ বন্ধ করে দেন। জানাগেছে, নওগাঁ সদরের জালালপুর গ্রামের আফসার আলীর পুত্র রাজু আহম্মেদ এর সাথে সালমার বিবাহের দিন ধার্য করা হয়েছিল।#
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …