7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / বিনোদন / হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হুক্কা

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হুক্কা

এনবিএন ডেক্স : “ধুমপান বিষপান’ এই কথাটি আমাদের সবার জানা। তারপরও নওগাঁ জেলার বিভিন্ন গ্রামে-গঞ্জে এমনকি শহরেও সাধারণ মানুষ এখনো এই ধুমপানের সাথে ব্যাপক ভাবে জড়িত। জেলায় এসিডি ধুমপান বিরোধী প্রচারনা ব্যাপক হারে করলে এর সুফল এখনও মিলেনি। এক সময় ছিল গ্রাম বাংলার মানুষরা বিড়ি-সিগারেট দেখতো না। তখন তাদের ধুমপানের একমাত্র স্বম্বল ছিল নারিকেল,কাট ও মাটির তৈরি কলকি দ্বারা নির্মিত হুক্কা। নওগাঁর বিভিন্ন উপজেলায় বিভিন্ন গ্রামে এমনকি ছোট ছোট শহরে অনেক স্থানে এই হুক্কা ছিল ধুমপানের এক মাত্র মাধ্যম। বিভিন্ন মেল-মজলিসে আপ্যায়নের প্রধান ছিল এই হুক্কা। এক সময় নওগাঁ জেলার মাতাজীহাট হুক্কা বিক্রির প্রাণ কেন্দ্র ছিল। ওই হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে হাটবার বুধবারে হক্কা ব্যবসায়ীরা ভীড় করত। আধুনিক কালের আবর্তেমানে  হুক্কা এখন স্বপ্নের মত।#

আরও পড়ুন...

নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!

এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …