22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁর মহাদেবপুরে বাসীর একমাত্র বিনোদন স্থান ডাকবাংলো মাঠ ১দিন বৃষ্টিতেই তলিয়ে যায় হাটু পানির নিচে

নওগাঁর মহাদেবপুরে বাসীর একমাত্র বিনোদন স্থান ডাকবাংলো মাঠ ১দিন বৃষ্টিতেই তলিয়ে যায় হাটু পানির নিচে

এনবিএন ডেক্স : নওগাঁ জেলার মহাদেবপুর একটি জনগুরুত্বপূর্ণ উপজেলা। স্বপ্নের মত সাজানো গোছানো ছোট্ট একটি শহর। মেইন রোডের দুই পাশে ফুটপাত, টু ওয়ে গ্রেটার রোড। সন্ধ্যা হলেই রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিগুলোতে সোডিয়াম বাল্ব জ্বলে উঠে। শহরের শোভাবর্ধন করতে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরী হয়েছে মাছ চত্ত্বর ও বক চত্ত্বর। একটি ছোট শহরকে সাজাতে যা যা প্রয়োজন সব আছে, নেই শুধু ড্রেনেজ ব্যবস্থা। চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী। মহাদেবপুর বাসীর দুঃখ তেমন জলাবদ্ধতা। শুধু ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই সামান্য বৃষ্টি হলেই হাটু পানির নিচে তলিয়ে যায় ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠ সহ পাশ্ববর্তী কয়েকটি পাড়া। মহাদেবপুর উপজেলায় ডাকবাংলো মাঠের গুরুত্ব অপরিসীম। যে কোন খেলাধুলা, জাতীয় দিবস এই মাঠেই অনুষ্ঠিত হয়। এছাড়াও বাৎসরিক তাফসিরুল কোরআন মহফিল, ঈদের জামায়াত, ধর্র্মীয় সভা, সমাবেশ সবই এই মাঠে অনুষ্ঠিত হয়। ডাকবাংলো মাঠে বিভিন্ন সময়ে পদধূলি দিয়ে ধন্য করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, আব্দুল জলিল সহ দেশ বিদেশের অনেক জাতীয় নেতা। এখানে প্রতিদিন কয়েকশ ছেলের দল ফুটবল-ক্রিকেটসহ নানা খেলায় মেতে উঠে। এছাড়াও প্রতিদিন নানা বয়সের নানা পেশাজীবীর লোক বিনোদনের ছলে আড্ডায় মেতে ওঠে। কিন’ সামান্য বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় মহাদেবপুরে বাসীর একমাত্র বিনোদন স্থান ডাকবাংলো মাঠ। সরেজমিনে দেখা যায়, মহাদেবপুর বাজার, থানাপাড়া, কলেজ পাড়া,  স্কুল পাড়াসহ আরও কয়েকটি পাড়া থেকে ডাকবাংলো মাঠটি ২ফিট নিচু হওয়ার কারণে সামান্য বৃষ্টি হলেই উক্ত এলাকার সব পানি গড়িয়ে চলে আসে মাঠে। আর ড্রেন না থাকার কারণে মাঠ থেকে এ পানি বের হতে পারে না। তাই মাঠে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, কয়েক বছর আগেও মাঠ এভাবে জলাবদ্ধ হত না। মাঠের পাশের লেকটি ভরাট করে পার্ক নির্মাণ করার কারণেই মূলত এ জলাবদ্ধতার সৃষ্টি। এখন এ থেকে নিরসনের জন্য মাঠে মাটি ভরাট ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠটি রক্ষায় এগিয়ে আসার জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।#

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …