22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধ ভাবে শিক্ষককে বরখস- করার অভিযোগে ছাত্র ছাত্রীদের ক্লাশ বর্জন ও বিক্ষোভ অব্যাহত

সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধ ভাবে শিক্ষককে বরখস- করার অভিযোগে ছাত্র ছাত্রীদের ক্লাশ বর্জন ও বিক্ষোভ অব্যাহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার শহিদুল বুলবুল কারিগরী কলেজের স্বাচিবিক বিভাগের শিক্ষক মোঃ সাইফুল ইসলামকে অবৈধ ভাবে বরখাস্ত করার প্রতিবাদে কলেজের সকল ছাত্র ছাত্রীরা গত কাল বৃহষ্পতিবার থেকে অনিদৃষ্ট কালের জন্য ক্লাশ বর্জন শুরু করেছে। এই বরখসে-র আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ছাত্র ছাত্রীরা ক্লাশ বর্জন ও বিক্ষোভ কর্মসূচী পালন করার কর্মসূচী ঘোষনা করেছে।
গত কাল বৃহষ্পতিবার সকালে উক্ত কলেজে গিয়ে দেখা যায়, বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা ক্লাশ বর্জন করে কলেজের মাঠে সমেবত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। তারা এই অধ্যক্ষর অবৈধ আদেশ অবিলম্বে প্রত্যাহারের জন্য স্লোগান দিতে থাকে। এসময় অধ্যক্ষ কলেজে উপস্থিত ছিলেননা।
বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীদের মধ্যে মোঃ আইয়ূব আলী, শাহা আলম, মিতু খাতুন ও জোৎসনা খাতুন অভিযোগ করে বলেন, কলেজ অধ্যক্ষ সম্পন্ন অন্যায় ও অবৈধ ভাবে স্বাচিবিক বিদ্যা বিভাগের শিক্ষক সাইফুল ইসলামকে বরখস্থের নির্দেশ দিয়েছেন। এই অন্যায় আদেশ আমরা কোন ক্রমেই মেনেনিতে পারছিনা। বরঞ্চ অধ্যক্ষ মাসের পর মাস নিজেই কলেজে অনুপুসি’ত থাকেন। অধ্যক্ষর বিরুর্দ্ধে কোন কথা বললে তিনি নানা ধরনের হুমকী প্রদর্শন করেন। কোন আইন কানুন না মেনে ক্ষমতার অপব্যবহার করে তিনি নানা ভাবে অর্থ আত্মস্বাত করে আসছেন। আমাদের বিন্দু মাত্র সুযোগ সুবিধার ব্যবস্থা তিনি করছেননা। এই বরখস্তর আদেশ প্রত্যাহার না করা পর্যন- আমাদের ক্লাশ বর্জন অব্যহত থাকবে।
শিক্ষক সাইফুল ইসলাম জানান, আমাকে অবৈধ ভাবে বরখস- করে পত্র পাঠানো হয়েছে। আমি কোন অপরাধের সঙ্গে জড়িত নই। অন্যায় ভাবে আমার বিরুর্দ্ধে অভিযোগ আনা হয়েছে।
এবিষয়ে অধ্যক্ষ বুলবুল নাহার মোবাইল টেলিফোনে জানান, শিক্ষক সাইফুল ইসলাম কলেজের প্রতিষ্ঠিাতা সম্পর্কে কটুক্তি ও শৃংঙ্খলা পরিপনি’ কাজ করায় তাকে বরখস্ত করা হয়েছে। ছাত্র ছাত্রীদের ক্লাশ বর্জন সম্পর্কে তিনি বলেন, শিক্ষকরা উষকানি দিয়ে ছাত্র ছাত্রীদেরকে ক্লাশ বর্জন করানো হচ্ছে।
সার্বিক বিষয়ে উক্ত কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মজিবর রহমান ঢালী বলেন, অধ্যক্ষ সম্পন্ন অবৈধ ভাবে তাকে বরখস- করেছে। ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলাপ আলোচনা না করে তিনি কোন সিদ্ধান্তই নিতে পারেনা। অধ্যক্ষ আমার সঙ্গেও কোন আলাপ আলোচনা করেনি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …