এনবিএন ডেক্স: গত কাল বুধবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধেরে জের ধরে সহোদর ভাইয়ের ভাড়া করা লোকজনেরা তার ভাইকে ধারালো ফাঁর্সা দিয়ে কুপিয়ে জখম করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। উপজেলা সদরের দুলালপাড়া গ্রামের মৃত মুসাফিকিন এর ছেলে আমজাদ হোসেন (৪০) তিনি তার পৈত্রিক সূত্রে পাওয়া ৬ শতক জমিতে এবার ধান রোপণ করেছেন। সে জমির এক পাশে তার ভাই নেয়াজেদ ও তার লোকেরা বাঁশের বেড়া দিয়ে ২ শতক জায়গা ঘিরে নিয়ে দখল করে। আমজাদ সেই জমিতে গিয়ে বাঁশের বেড়া ভেঙে দিতে গেলে তার ভাই ও তার লোকেরা তাকে ডেকে নিয়ে বেদম মারপিট করে। তাদের ধারালো ফাঁর্সার আঘাতে তার ডান হাত কেটে ভেঙে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্ততি চলছিল বলে যানা গেছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …