এনবিএন ডেক্স: নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৬জন আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার তাইতোড় মোড়ের ব্রিজের কাছে। জানাগেছে সাপাহার উপজেলার কোচকুড়িলা ও আসড়ন্দ খাড়ি পাহাড় গ্রামের ৫জন মহিষ ব্যবসায়ী এবং তাদের বহনকারী স্টিয়ারিং ভটভটির ২জন ড্রাইভার ২ জোড়া মহিষ বিক্রির উদ্দ্যেশে গোমসত্মাপুরের সোনাইচন্ডি হাটে যাচ্ছিল। এসময় ঘটনাস’লে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে স্টিয়ারীং ভটভটিটি রাস্তার পার্শে উল্টে দিলে কোচকুড়িলা গ্রামের মৃতু ইয়াহারের ছেলে রফিকুল ইসলাম (৪০) ঘটনাস’লেই মারা যায়। অপর দিকে একই গ্রামের মোজাফ্ফরের ছেলে আলা বাবু(৩২) সহ অন্য ৫জন্য গুরুতর আহত হয়। আহতদের পোরশা ও সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। তবে অনেকেই এই দুর্ঘটনার কারণ হিসাবে বে-পরোয়া ভাবে স্টিয়ারীং ভটভটি চালোনাকেই দায়ী করছেন। #
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …