26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় যুব প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরন

নওগাঁয় যুব প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরন

এনবিএন ডেক্স: নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়ায় আত্ন-কর্মসংস্থান মূলক বিভিন্ন ট্রেডের প্রশিক্ষন শেষে যুব প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী সংস্থা প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষন শেষে গত শনিবার দুপুরে সনদ পত্রগুলি বিতরন করা হয়। প্রজন্মের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুস সোবহান।
সাবেক ডেপুটি সিভিল সার্জন ও সংস্থার প্রধান উপদেষ্টা ডা: শাহ মোঃ এনায়েত উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, আনছার ভিডিপি অফিসার জিএস রব্বানী, স’ানীয় ইউপি সদস্য আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ হবি, প্রজন্মের নির্বাহী পরিচালক আব্দুর রহমান রিজভী প্রমূখ উপসি’ত ছিলেন।
আয়োজকরা জানায়, প্রশিক্ষনে অংশগ্রহনকারী ২ শতাধিক যুব নারী পুরুষের মাঝে সনদ পত্র বিতরন করা হয়। যাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে আত্ন কর্ম সংস্থান মূলক প্রকল্প গ্রহন করেছে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …