23 Bhadro 1432 বঙ্গাব্দ রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁয় প্রবল খরা, আমন ধান ক্ষেত শুকিয়ে মরার উপক্রম

নওগাঁয় প্রবল খরা, আমন ধান ক্ষেত শুকিয়ে মরার উপক্রম

এনবিএন ডেক্স: নওগাঁ জেলায় দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত নেই। প্রবল খরা ও প্রখর রৌদ্রতাপে ক্ষেত-খামার, মাঠ-ঘাট পানি শূন্য অবস্থায়। সেই সাথে গরম আর রোদের তাপে জন-জীবন অতিষ্ট হয়ে উঠেছে। জেলার বরেন্দ্র অঞ্চলে এমনিতেই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বৃষ্টিপাত অনেক কম। তাছাড়া এ জেলায় একমাত্র প্রধান ফসল ধান ক্ষেত বাঁচাতে কৃষকগণ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। একটানা বৃষ্টি বিহীন আর প্রখর রৌদ্রতাপে মাঠ-ঘাট অনেকটা পানি শূন্য হয়ে পড়েছে। উচু শ্রেণীর জমির ধান ক্ষেত ফেটে গেছে। একমাত্র পানির অভাবে ধান ক্ষেতে ইউরিয়া সার ও কীটনাশক প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। তাছাড়া এ মৌসুমে রৌদ্রের তীব্রতা বা প্রখরতা বৃদ্ধি পাওয়ায় সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যনত্ম লোকজনের স্বাভাভিক চলাচল কষ্টদায়ক হয়ে পড়েছে। বৃষ্টির আশায় অনেক কৃষক দিন গুনলেও ফসল বাঁচানোর জন্য ক্ষুদ্র সেচ ব্যবস্থাগুলো চালু করেছেন। এদিকে এ সময় কৃষকদের ঘরে ঘরে অভাব বিদ্যমান। কারণ তাদের আমন ধানের পরিচর্যা ও সার-কীটনাষক জমিতে প্রয়োগ করতে কৃষকদের হাতে কিছুই থাকে না। তবুও ধার কর্য করে কিছু কিছু কৃষক ক্ষেত বাঁচাতে সেচের ব্যবস্থা করছেন।

আরও পড়ুন...

শষ্য ভান্ডার খ্যাত আত্রাইয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

এনবিএন ডেক্সঃ উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল ‘সোনালী আঁশ’ …