21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পূর্ব শত্রুতার জের পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতি পক্ষের হামলায় আহত ১॥

পূর্ব শত্রুতার জের পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতি পক্ষের হামলায় আহত ১॥

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নূরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়। আহত ব্যক্তিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নূরুল ইসলামের শাশুরী কহিনুর বেগম (৪৮) বাদী হয়ে ৬জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা ও আহতসূত্রে জানাযায়, গত মঙ্গলবার উপজেলা কুমিরমারা গ্রামের মৃতঃ মজিদ মিয়ার ছেলে চুন্নু মিয়া (৬০) এর সাথে দুপুরে নূরুল ইসলামের কথায় কাটা-কাটি হয়। ওই ঘটনায় প্রতিশোধ হিসেবে ওই দিন রাত সাড়ে ৮টায় চুন্নু মিয়ার দুই ছেলে লিটন (৩০), নূরুজামাল (২০) শাহ আলমের ছেলে রাসেল (১৮) চুন্নু মিয়ার স্ত্রী সেফালী বেগম (৫০) লিটনের স্ত্রী পারভীন (২৫) নূরুল ইসলামের উঠানে এসে অশ্লীল ভাষায় গালা গালি করে। এতে নূরুল ইসলাম বাধা নিষেধ করলে তাকে দাও দিয়ে মাথায় আঘাত করে ও এলোপাথারী পেটাতে থাকে। এ সময় নূরুল ইসলামের স্ত্রী আসমা বেগম ও শ্বাশুড়ী কহিনুর বেগম নূরুল ইসলামকে উদ্ধারের চেষ্টা করলে আসমা বেগমের কাপড় টেনে খুলে ফেলে ও কানের দুল ছিনিয়ে নেয় ও সবাইকে বেদম পেটাতে থাকে। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে চুন্নু গং পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে আসেন।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …