11 Bhadro 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ২৬ অগাস্ট ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর সন্তান সোহানের ব্যারিষ্টার এট-ল ডিগ্রী অর্জন

নওগাঁর সন্তান সোহানের ব্যারিষ্টার এট-ল ডিগ্রী অর্জন

এনবিএন ডেক্স : নওগাঁর সন্তা আলী রেজা মোঃ সুজাউদ্দৌলা ওরফে সোহান ব্যারিষ্টার এট-ল ডিগ্রী অর্জন করেছেন। কৃতিত্বের সাথে ইংল্যান্ডের ‘দ্যা ওনারবল্‌ সোসাইটি অব্‌ লিংকন্স ইন্‌’ হতে তিনি এই ডিগ্রী অর্জন করেন। গত ২৮ জুলাই সন্ধ্যায় গ্রেইট হলে আয়োজিত এক অনাড়ম্বর ‘কল ডে’ অনুষ্ঠানে লিংকন্স ইন্‌ এর ট্রেজারার আমন্ত্রিত অতিথিবৃন্দের উপসি’তিতে সোহানের নাম ব্যারিষ্টার হিসেবে ঘোষনা করেন।
সোহান নওগাঁ উকিল পাড়া মহল্লার জালালুর রহমান চৌধুরী ও বেগম সাবিহা সুলতানা চৌধুরীর ২য়  ছেলে। ১৯৭৬ সালে তিনি নওগাঁয় জন্মগ্রহন করেন। তাঁরা ৩ ভাই ১ বোন।
ছোট ভাই আগফা উদ দৌলা সবুজ জানান, সোহান বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে লেখা পড়া শেষ করে কলিকাতা বিশ্ব বিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০০০ সালে এলএলবি পাশ করে ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্‌-ল’ এর উপড় উচ্চতর ডিগ্রী অর্জনের লক্ষে ২০০১ সালে ইংল্যান্ড গমন করেন। ২০০৪ সালে লন্ডন ‘মেট্রোপোলিটান ইউনিভার্সিটি’ থেকে ‘মাষ্টার অব লজ ইন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস’, ২০০৮ সালে ‘বিপিপি ইউনিভার্সিটি কলেজ অব প্রোফেশনাল স্টাডিজ’ থেকে ‘কমন প্রোফেশনাল এক্‌জাম এবং ২০১১ সালে ‘দ্যা সিটি ল স্কুল, সিটি ইউনিভার্সিটি’ থেকে কৃতিত্বের সাথে ‘বার কোর্স’ সম্পন্ন করেন।
সোহান জানান, উচ্চ শিক্ষার পাশাপাশি তিনি লন্ডনের বেশ কয়েকটি আন-র্জাতিক মানবাধিকার সংস্থায় কর্মরত ছিলেন। আগামী দিনে তিনি সমগ্র মানব জাতির কল্যানার্থে হিউম্যান রাইটস-ল প্রাক্টিস করতে দারুন ভাবে আগ্রহী। #

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

নওগাঁ প্রতিনিধি : “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্যে …