পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক নুরে আলম গেদু গাজীকে একটি মোটরসাইকেলের জন্য নির্মম ভাবে হত্যা করে প্রতিবেশী মনির ও সহযোগীরা। গত ৬ আগষ্ট পুলিশ সাপলেজা নলীর খাল থেকে নুরে আলমের লাশ উদ্ধার করে। ওই দিন পুলিশ নুরে আলমকে হত্যার অভিযোগে চরখালী ফেরীঘাট থেকে মনির হাওলাদারকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মনির নুরে আলমকে হত্যা করে মোটর সাইকেল বিক্রি করার কথা স্বীকার করে। মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর কাছে ১৬১ ধারার জবানবন্দীতে জানান, ৪ষ্ঠা আগষ্ট ১। মনির হাওলাদার (২৮) পিতা- ওয়াছেক হাওলাদার, ২। ইসলাম (২৫), পিং-মৃতঃ আবদুল সালাম, ৩। মিলন (২৪), পিতা- ফরহাদ হোসেন (সাবেক মেম্বর) উক্ত দুই সহযোগীদেরকে নিয়ে নুরে আলমকে হত্যা করে মোটরসাইকেলটি খুলনার গ্যারেজে বিক্রয় করে। এদিকে নুরে আলমের স্ত্রী মালেকা বেগম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তিন কন্যা সন্তানকে নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। মালেকা বেগম জানান, তার স্বামী কিসি-তে মঠবাড়িয়া বাজাজ শোরুম থেকে মোটরসাইকেলটি ক্রয় করে। মোটর সাইকেল ভাড়ায় চালিয়ে উপার্জিত আয় থেকে তাদের সংসার চলত। স্বামী ও মোটরসাইকেল হারিয়ে ভূমিহীন পরিবারটির আয়ের পথ বন্ধ হয়ে যায়। ফলে পরিবারটি বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। নুরে আলমের স্ত্রী মালেকা বেগম তিন কন্যা সন্তানকে নিয়ে কোন রকম বেঁচে থাকার জন্য মাননীয় প্রধান মন্ত্রী সহ সমাজের ভিত্তবানদের কাছে সাহায্য কামনা করছে। সরেজমিনে বাদুরতলী গ্রামে নিহত নুরে আলম গেদু গাজীর বাড়ীতে গিয়ে দেখা যায় ঝুপড়ি ঘরে মালেকা তার তিন কন্যা সন্তান ও বৃদ্ধা শ্বাশুরী সুরাতন নেছা (৯৫) কে নিয়ে বসবাস করছে। সাংবাদিকদের উপসি’তির খবর পেয়ে নিহত নুরে আলমের বৃদ্ধা মা কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে। তিনি প্রধান মন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার ও এতিম তিন অবুজ শিশুর লেখাপড়া ও ভরন পোষণের উদ্দ্যোগ নেয়ার দাবী জানান। সাপলেজা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেলিম বলেন, নুরে আলমের রোজগারে সংসারটি চলত এখন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হত্যার পর পরিবারটি চরম অর্থ কষ্টে দিন যাপন করছে। মামলার তদন- কর্মকর্তা এস,আই মহিবু্ল্লাহ জানান, বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Home / সারাদেশ / পিরোজপুরের মঠবাড়িয়ায় রেন্ট-এ-কার চালক হত্যা, তিন কন্যা সন্তান নিয়ে স্ত্রী এখন কোথায় দাঁড়াবে?
আরও পড়ুন...
নওগাঁয় জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
এন.বিএন. ডেক্সঃ নওগাঁয় ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগি -বৈঠার আঘাতে ১৪জন শহীদের স্বরনে আলোচনা …