8 Srabon 1432 বঙ্গাব্দ বুধবার ২৩ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বাস চাপায় এক শিক্ষকের মৃত্যু, গাড়ী ভাংচুর, মহাসড়ক অবরোধ

নওগাঁয় বাস চাপায় এক শিক্ষকের মৃত্যু, গাড়ী ভাংচুর, মহাসড়ক অবরোধ

এনবিএন ডেক্স: নওগাঁর মান্দার ফেরীঘাটের পূর্ব পার্শ্বে বাস চাপায় এক মাদরাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফেরীঘাট মান্দা সেতুর পূর্ব পার্শ্বে এ মর্মানিত্মক দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী হতে নওগাঁ গামী একটি বিআরটিসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বাই-সাইকেল আরোহী উপজেলার ঐতিহাসিক কুসম্বা মাদরাসার শিক্ষক আবুল কালাম আজাদকে ধাক্কা দিলে ঘটনাস’লেই তার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি উপজেলার পারইল গ্রামের ফয়েজ উদ্দীনের পুত্র। সে সময় উত্তেজিত জনতা বিআরটিসির বাসসহ অন্যান্য গাড়ী ভাংচুর করে প্রায় দেড় ঘন্টা মহাসড়কটি অবরোধ করে রাখে। খবর পেয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ-হেল-বাকী ঘটনাস’লে উপস্থি হয়ে পরিসি’তি নিয়ন্ত্রনে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পর পরিনি’তি শানত্ম হয়। পরে পরিসি’তি স্বাভিাবিক হলে বাস ও অন্যান্য যানবাহন চলাচল করে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …