এনবিএন ডেক্স : নওগাঁর মহাদেবপুর নাটশাল মাঠে গতকাল সোমবার বিকেলে আদিবাসীদের কারাম উৎসব পালিত হয়েছে। নানা আয়োজন আর আদিবাসীদের কৃষ্টি কালচারের ঐতিহ্যকে ধরে রাখার জন্য তারা বিভিন্ন সাজে মাতিয়ে তুলেছিল কারাম উৎসবের মাঠকে। ঐতিহ্যবাহী এই কৃষ্টিকালচারকে তারা ধরে রাখার জন্য প্রতি বছর নাঠশাল মাঠে বিশাল আয়োজনে এই কারাম উৎসব পালিত হয়ে থাকে। এই ঐতিহ্যবাহী কারাম উৎসব ২দিন ব্যাপি পালন হলেও শেষ দিনের আয়োজন হয় সবচেয়ে বড়। এই ২দিন নাটশাল আদিবাসি মহল্লায় কুটুমদের উপচেপড়া ভীড় জমে উঠে। আদিবাসীদের প্রতিটি বাড়ি বাড়ি আনন্দের ধুম পড়ে যায়। এই কারাম উৎসব উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয় । আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারী কলেজের অধ্যক্ষ এস,এম জিল্লুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সহসভাপতি ময়নূল ইসলাম ময়েন, বাসদনেতা ও জাতীয় আদিবাসি পরিষদের উপদেষ্টা ময়নুল ইসলাম মকুল, জয়নাল আবেদীন মকুল, শহীদ হাসান সিদ্দিকী স্বপন, আদিবাসী পরিষদের সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা প্রমূখ। কারাম উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে আদিবাসীদের নৃত্য দল অংশ গ্রহন করে।#
আরও পড়ুন...
নওগাঁয় তারুন্যের উৎসবে ব্যাটমিন্টন প্রতিযোগিতা
নওগাঁ প্রতিনিধিঃ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে নওগাঁয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় …