এনবিএন ডেক্স: নওগাঁর পোরশায় আদিবাসীর গলাকাটার ঘটনায় এক আদিবাসীকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ। গতকাল সোমবার বিকাল ৩টায় পোরশা থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম, এএসআই ফরিদ সহ সঙ্গীয় ফোর্স জেলার মহাদেবপুর উপজেলার খেজুর ইউপির আবাসন এলাকায় অভিযান চালিয়ে মলিত (৩৫) নামের এক আদিবাসী যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মলিত পোরশা উপজেলার মর্শিদপুর ইউপির বাঘডাগা গ্রামের মন্দন মরমুর পুত্র। পোরশা থানার অফিসার ইনচার্জ জানান ঐ ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে মলিতকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য গত রোববার উপজেলার মর্শিদপুর ইউপির ফুলবাড়ি এলাকায় ধানের ক্ষেত থেকে মর্শিদপুর ইউপির বাগডাঙ্গা গ্রামের মৃত বড়কার পুত্র সুফল ওরফে চেরা নামের এক আদিবাসীর গলাকাটা লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় ঐদিনই নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান ও পোরশা থানার ওসি এবিএম রেজাউল ইসলাম ঘটনাস’ল পরিদর্শন করেন। এব্যাপারে পোরশা থানায় একটি মামলা হলে পুলিশ মলিতকে গ্রেফতার করে।
আরও পড়ুন...
নওগাঁয় জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
এন.বিএন. ডেক্সঃ নওগাঁয় ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগি -বৈঠার আঘাতে ১৪জন শহীদের স্বরনে আলোচনা …