এনবিএন ডেক্স: নওগাঁর পোরশায় আদিবাসীর গলাকাটার ঘটনায় এক আদিবাসীকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ। গতকাল সোমবার বিকাল ৩টায় পোরশা থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম, এএসআই ফরিদ সহ সঙ্গীয় ফোর্স জেলার মহাদেবপুর উপজেলার খেজুর ইউপির আবাসন এলাকায় অভিযান চালিয়ে মলিত (৩৫) নামের এক আদিবাসী যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মলিত পোরশা উপজেলার মর্শিদপুর ইউপির বাঘডাগা গ্রামের মন্দন মরমুর পুত্র। পোরশা থানার অফিসার ইনচার্জ জানান ঐ ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে মলিতকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য গত রোববার উপজেলার মর্শিদপুর ইউপির ফুলবাড়ি এলাকায় ধানের ক্ষেত থেকে মর্শিদপুর ইউপির বাগডাঙ্গা গ্রামের মৃত বড়কার পুত্র সুফল ওরফে চেরা নামের এক আদিবাসীর গলাকাটা লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় ঐদিনই নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান ও পোরশা থানার ওসি এবিএম রেজাউল ইসলাম ঘটনাস’ল পরিদর্শন করেন। এব্যাপারে পোরশা থানায় একটি মামলা হলে পুলিশ মলিতকে গ্রেফতার করে।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …