8 Srabon 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া গুচ্ছগ্রম বাসিন্দা চুন্নু শেখের বিরুদ্ধে গাঁজা বিক্রী চাঁদা আদায়ের করার অভিযোগ

পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া গুচ্ছগ্রম বাসিন্দা চুন্নু শেখের বিরুদ্ধে গাঁজা বিক্রী চাঁদা আদায়ের করার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি: জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া গুচ্ছগ্রম বাসিন্দা চুন্নু শেখের বিরুদ্ধে গাঁজা বিক্রী, ব্যাবসায়ীকে হুমকি দিয়ে চাদা আদায় ও নিরিহ লোকজনকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে ।  এ ব্যপারে এলাকার নির্যাতিত  এলাকাবাসী পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানাযায় ,স্থানিয় সুলতান শেখের পুত্র চুন্নু শেখ রোকা মিঞাকে হত্যাকরে পার পেয়ে যায় । আসে- আসে- সে হয়ে ওঠে বেপরওয়া । সে বিক্রির কাজে  মহিলা পুরুষ মিলে ২৫ /৩০ জনের মাদক চোরাচালানের নেটওয়ার্ক গড়ে তোরে বিগত জোট সরকারের আমলে তার ছিল দোর্দন্ড দাপট । কিছুদিন বন্ধ থাকলেও সাপ্রতিক কালে চুন্নু শেখ এখন বেপরওয়া । তার এবং তার সদস্যদের আসা-যাওয়ার জন্য রয়েছে মোটর সাইকেল। অভিযোগ আছে এ মাদক সম্রাট চুন্নুর বিরুদ্ধে আন-ত ২০ / ২৫ টি মামলা ছিল । সে কাউখালীর পানবাজার খ্যাত চিরাপাড়া বাজার থেকে টুংঙ্গিপাড়া ও আন্যন্য স্থান থেকে আগত পন ব্যাবসায়িদের কাছ থেকে বাজারের কাছে নদীতে নৈাকা ভিড়লেই রীতিমত চাঁদা নিয়ে থাকে । এর আগে চাঁদপুর হাব্দ্রিগঞ্জ থানায় চাঁর কেজি গাঁজা সহ ধরা পড়ে ছিল চুন্নু শেখ। চুন্নু শেখ সেচ্ছাসেবকলীগ নেতা সাইদুল র্মীরকে কুপিয়ে জখম করেছে বলেও অভিযোগ ররেছে।

আরও পড়ুন...

নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …