এনবিএন ডেক্স: নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জোতশ্রীরাম ফার্সিপাড়া গ্রাম থেকে গতকাল রোববার বেলা ১১ টায় শিরিন সুলতানা (২৮) নামের এক বিধবার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পরিবারের লোকজন ধারনা করছে শিরিন আত্নহত্যা করেছে।
সে ওই গ্রামের কেরামত আলীর মেয়ে। স্বামী কর্তৃক তালাক প্রাপ্ত হয়ে গত ১ বছর যাবত বাবা-মায়ের সংসারে বসবাস করে আসছিলো।
পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতের খাবার খেয়ে নিজের শোবার ঘরে ঘুমিয়ে পড়ে। রোববার সকালে অনেক ডাকা-ডাকি করে শিরিনের কোন সাড়া না পেয়ে তার বাবা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন- লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস’লে গিয়ে ঘরের তীরের সাথে গলায় দড়ি দেয়া শিরিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পিতার বরাত দিয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, স্বামীর তালাক পাবার পর থেকে শিরিন মানসিক ভাবে বিপর্যস- হয়ে পড়ে। সমপ্রতি প্রায় দিনই সে পরিবারের লোকজনের সাথে অস্বাভাবিক আচরন করতো। মানসিক দুশ্চিন্তার কারনে সে আত্নহত্যা করে থাকতে পারে বলে তারা ধারনা করছেন। এ ঘটনায় ধামইরহাট থানায় একটি ইউডি মামলা হয়েছে। #
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …