এবিএন ডেক্স: নওগাঁয় ক্ষেতে ফসল খাবার কারনে গরুকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করছে পশু রুপি এক ব্যাক্তি। গত কাল শনিবার সকাল ১০টায় জেলার বদলগাছী থানার এনায়েতপুর গ্রামের মৃত- ইয়াকুব শাহ এর ছেলে জাহিদুল এর একটি গরু পার্শ্ব বর্তী নওগাঁ সদরের মুরাদপুর গ্রামের জামালের ছেলে শাহিন (৪৫) এর ধঞ্চি ক্ষেতে প্রবেশ করে ফসল নষ্ট করলে শাহিন বাড়ি থেকে রামদা নিয়ে এসে গরুর পেটে আঘাত করে এতে গরুটি নাড়ি ভুড়ি বেড় হয়ে তাৎক্ষনিক মারা যায়। গরুটির আনুমানিক মূল্য ১৫,০০০/- টাকা । পশু রুপি শাহিন গরুকে হত্যার কারনে এলাকায় লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে তাড়া দিলে সে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নওগাঁ সদর মডেল থানায় মামলার প্রস’তি চলছিল।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …