এবিএন ডেক্স: আজ ১২ই সেপ্টেম্বর নওগাঁর মহাদেবপুর নাটশাল মাঠে আদিবাসিদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত হবে। নানা আয়োজন আর আদিবাসিদের কৃষ্টি কালছারের ঐতির্যকে ধরে রাখার জন্য আদিবাসীরা বিভিন্ন সাজে সাজিয়ে রেখেছে নাটশালমাঠ। ঐতিহ্যবাহী এই কৃষ্টিকালচারকে তারা ধরে রাখার জন্য প্রতি বছর নাঠশাল মাঠে বিশাল আয়োজনে এই কারাম উৎসব পালিত হয়। এই ঐতিহ্যবাহী কারাম উৎসব ২দিন পালন হলেও শেষ দিনের আয়োজন হয় সবচেয়ে বড়। এই ২দিন নাটশাল আদিবাসি মহল্লায় কুটুমদের উপছেপড়া ভীর জমে উঠে। আদিবাসিদের প্রতিটি বাড়ি বাড়ি আনন্দের ধুম পড়ে যায়। জাতীয় আদিবাসী পরিষদ এই ক্যারাম উৎসব পালন করে থাকে এবং জেলা আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুর ও সাধারন সম্পাদক সবিনচন্দ্র মুন্ডার অক্লান্ত পরিশ্রম এই ক্যারাম উৎসকে প্রানবন্ত করে তুলেছে।#
আরও পড়ুন...
নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
এনবিএন ডেক্সঃ নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা …