পিরোজপুর প্রতিনিধিঃ নাজিরপুর উপজেলার সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ রায়ের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়মতান্ত্রিক কার্যক্রম,তহবিল তসরূপ,অর্থের বিনিময়ে অযোগ্য শিক্ষক নিয়োগসহ নানা অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও ম্যানেজিং কমিটি’র সদস্যরা।সমপ্রতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে জজ কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে।১৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ১২ জন এবং ম্যানেজিং কমিটির ১২ জন সদস্যের মধ্যে ৮ জন সদস্যের লিখিত অভিযোগে জানা গেছে মামলা থেকে রেহাই পাওয়ার জন্য তিনি এখন মরিয়া হয়ে উঠেছেন। এমনকি বিদ্যালয়ে’র প্রধান শিক্ষকের কক্ষে চুরি হয়েছে মর্মে একটি মিথ্যা ঘটনা সাজিয়েছেন। থানায় জি,ডি করলেও বিষয়টি স্থানীয় লোকজন বলছেন এটি একটি সাজানো নাটক। চুরির কোন আলামত তারা দেখেনি।
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …