15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / নওগাঁয় স্ত্রীকে ধর্ষনের চেষ্টা ধষক আটক

নওগাঁয় স্ত্রীকে ধর্ষনের চেষ্টা ধষক আটক

এনবিএন ডেক্স:  নওগাঁর রাণীনগরে স্ত্রীকে জোরপূর্বক ধর্ষন করার সময় বাধা দিতে গিয়ে ধর্ষকের মারপিটে গুরুত্বর আহত হয়েছে স্বামী। এঘটনায় গতকাল বুধবার থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই ধর্ষনের চেষ্টা কারী প্রশানত্ম (৩৬) কে গ্রেফতার করেছে। এর আগে গত কয়েক মাস আগে ওই প্রশানত্ম একই ঘটনায় গ্রাম্য শালিশে ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছিল।
মামলা সুত্রে জানাগেছে,গত ৩১ আগষ্ট দিনগত গভীর রাতে উপজেলার একডালা ইউপি’র সঞ্জয়পুর গ্রামের হামিদুল ইসলামের জনৈক স্ত্রী প্রকৃতির ডাকে সারা দিতে বাড়ীর বাহিরে আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা  গুয়াতা গ্রামের মৃত অপেন সরকারের ছেলে প্রশানত্ম সরকার পিছন থেকে ঝাপটে ধরে মাটিতে ফেলে জোরপূবর্ক ধর্ষন করার চেষ্টা করে। তার চিৎকারে স্বামী আব্দুর হামিদ ছুটে এসে প্রশানত্মকে ঝাপটে ধরে। লম্পট প্রশানত্ম হাতে থাকা বড় টর্চ লাইট দিয়ে মাথায় শক্ত আঘাত করলে হামিদ রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে যায়। হামিদের চিৎকারে পাশ্ববর্তী লোক জন ছুটে আসলে সে দ্রুত পালিয়ে যায়। আহত আব্দুর হামিদকে রানীনগর হাসপাতারে ভর্তি করানো হয়েছে এবং তার মাথায় ১৪ টি সেলাই দিতে হয়েছে। এঘটনায় গতকাল বুধবার হামিদের স্ত্রী বাদী হয়ে রাণীনগর থানায় নারী শিশু নির্য়াতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ গতকালই প্রশানত্মকে গ্রেফতার করে। এলাকা বাসি জানায় গত কয়েকমাস আগে প্রশানত্ম প্রায় একই রকম ঘটনায় গ্রাম্য শালিশে ৩০হাজার টাকা জরিমানা দিয়েছিল

আরও পড়ুন...

মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন

আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …